সংস্থা পরিচিতি
প্রতিষ্ঠানের নামঃ বাড্ডা হাই স্কুল
প্রতিষ্ঠার তারিখঃ ১৯৯৫ খ্রিস্টাব্দ।
অবস্থানঃ মধ্যবাড্ডা, গুলশান, ঢাকা ১২১২
ভবনঃ ৬ তলা , 5 তলা ও ৩ তলা বিশিষ্ট ৩টি নান্দনিক ভবন।
শিক্ষক সংখ্যাঃ ২৬ জন
গ্রন্থাগারিকঃ ০১ জন
কর্মচারীঃ ১০ জন
শিক্ষার্থী সংখ্যাঃ ৯০০ জন।
শিফটঃ
গ্রন্থাগারঃ সহস্রাধিক গ্রন্থ সম্বলিত সমৃদ্ধ গ্রন্থাকার।
সততা স্টোরঃ শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মূল্যবোধ শেখার জন্য শিক্ষা সহায়ক স্টেশনারি সম্বলিত সততা স্টোর।
সহশিক্ষা কার্যক্রমঃ সাংস্কৃতিক সপ্তাহ, বক্তৃতা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, শিক্ষা সফর, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, জাতীয় দিবস উদযাপন, নবীনবরণ, অভিভাবক দিবস , বিশেষ দোয়া ও মোনাজাত ইত্যাদি সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
নিরাপত্তাঃ প্রতিষ্ঠানটি সিসিটিভির আওতাভুক্ত এবং সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী নিয়োজিত।
অঙ্গীকারঃ প্রত্যেকটি শিক্ষার্থীর সুশিক্ষাদানে আমরা অঙ্গীকারবদ্ধ।