বাড্ডা হাই স্কুল

Middlebadda, Gulshan, Dhaka-1212

EIIN : 107822

প্রতিষ্ঠাতার বাণী

ড. এম. এ. কাইয়ুম - প্রতিষ্ঠাতা

 বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহিম। 

বাড্ডা হাই স্কুলটি তৎকালীন ঘনবসতিপূর্ণ অনগ্রসর এলাকায় ১৯৯৫ সালের ৫ই মে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা হল অব্যাহত অনুশীলনের মাধ্যমে জ্ঞান বা দক্ষতা অর্জন যার মাধ্যমে মানুষের সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধন অম্ভব হয়। শিক্ষা মনুষ্যত্বের বিকাশকে সম্পদে পরিণত করে। সুশিক্ষা আলোকিত মানুষ সৃষ্টি করে এবং আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। তাই পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করতে এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেকায় চাই জিবনমুখী যুগোপযোগী কর্মভিত্তিক শিক্ষা। মাঠ প্রশাসনে শিক্ষা নিয়ে কাজ করতে গিয়ে অভিজ্ঞতা হল শিক্ষার মান ও পরিবেশ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক দোষারোপের সংস্কৃতি চালু রয়েছে। তাই উপলব্ধি এলো- কোন শিক্ষা প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষার নীতি ও পদ্ধতিতে ঐ এলাকার মানুষের আর্থ-সামজিক ও ধর্মীয় বাস্তবতার আলোকে মানসম্মত শিক্ষার বৈশিষ্ট্য সমূহ যথোপযুক্ত করে নেয়া জরুরী। এর আলোকে আমরা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলি যা একদিকে এই অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থা এবং ধর্মীয় অনুভূতিকে প্রাধাণ্য দিবে। অন্যদিকে প্রতিষ্ঠানটি দ্দেশ ও জাতির কাছে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিগনিত হবে।