আপডেট
সংস্থা পরিচিতি
ছাত্র-ছাত্রী মানসম্মত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে ১৯৯৫ খ্রি. বাড্ডা হাই স্কুল প্রতিষ্ঠিত। বাস্তব, যুগোপযোগী ও গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানই এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।
নোটিশ বোর্ড
প্রতিষ্ঠাতার বাণী ....
বিস্মিল্লাহির রাহ্মানির রাহিম। বাড্ডা হাই স্কুলটি তৎকালীন ঘনবসতিপূর্ণ অনগ্রসর এলাকায় ১৯৯৫ সালের ৫ই মে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা হল অব্যাহত অনুশীলনের মাধ্যমে জ্ঞান বা দক্ষতা অর্জন যার মাধ্যমে মানুষের সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধন অম্ভব হয়। শিক্ষা মনুষ্যত্বের বিকাশকে সম্পদে পরিণত করে। সুশিক্ষা আলোকিত মানুষ সৃষ্টি করে এবং আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। তাই পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করতে এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেকায় চাই জিবনমুখী যুগোপযোগী কর্মভিত্তিক শিক্ষা। মাঠ প্রশাসনে শিক্ষা
ড. এম. এ. কাইয়ুম
প্রতিষ্ঠাতা
প্রধান শিক্ষকের বাণী ....
বিসমিল্লাহির রাহমানির রাহিম মানব জাতির সূচনা লগ্ন প্রাকৃতিক পরিবেশে ও বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিনিয়ত জ্ঞান ও কৌশল আয়ত্ব করে চলেছে। আর শত সহস্র বছরের সঞ্চিত ও অর্জিত জ্ঞান শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। যুগের প্রয়োজনে মানবের কল্যাণে সমাজ হিতৈষী ব্যক্তিরা কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় অবতীর্ণ হন। এমনি ভাবেই দক্ষ, অভিজ্ঞ, জ্ঞানে সু-গভীর ও বিদ্যানুরাগীদের প্রচেষ্ঠা ও সহযোগিতায় ঢাকার প্রাণকেন্দ্র বাড্ডাতে প্রাকৃ্তিক ও সু-নিবিড় পরিবেশে মানসম্মত ধর্মীয় ও আধুনিক বিদ্যাপীঠ হিসাবে ১৯৯৫ খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে বাড্ডা হাই স্কুল।